করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিঃ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২:১৫ পিএম, মার্চ ৭, ২০২০
  • শেয়ার করুন

গতকাল শুক্রবার পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক শামীম প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে। বিষয়টি নিয়ে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। বিষয়টি শীঘ্রই সমাধান হবে।
এছাড়াও তিনি আরো জানান, হাসপাতাল ব্যবস্থাপনায় দ্রুতই আমুল পরিবর্তন দেখা যাবে। এদিকে আমরা করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।

প্রসঙ্গত, করোনাভাইরাস প্রতিরোধে আইসোলেশন ওয়ার্ড তৈরি করছে বরিশাল শেবাচিম হাসপাতাল। হাসপাতাল চত্বরের নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলায় এই ওয়ার্ড তৈরি করা হচ্ছে। ১৫০ শয্যা বিশিষ্ট ওই ওয়ার্ড গতকাল শুক্রবার বিকেলে পরিদর্শন করেছেন তিনি। এদিকে ওয়ার্ড পরিদর্শনকালে তিনি এসব কথা জানান।

এসময় পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন প্রমূখ।