সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের কাছে ১১১টি প্রস্তাবনা তুলে ধরেছিঃ শাজাহান খান

প্রকাশিত: ৯:৪৪ পিএম, ফেব্রুয়ারি ২৯, ২০২০
  • শেয়ার করুন

নতুন সড়ক পরিবহন আইনের সংশোধনের ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ সড়ক দুর্ঘটনা রোধে আমরা একটি কমিটির মাধ্যমে সরকারের কাছে ১১১টি প্রস্তাবনা তুলে ধরেছি। এরমধ্যে জনসচেতনতা সৃষ্টিসহ সাতটি মূল বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে।’

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

শাজাহান খান আরও বলেন, ‘শুধুমাত্র সক্ষমতার অভাবে এখনো প্রায় ২০ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া সম্ভব হয়নি। কিন্তু এখন সবাই ড্রাইভিং লাইসেন্স করতে চায়। এই লাইসেন্স করার জন্য যে আমাদের সময়, মেশিনারিজ ও ম্যান পাওয়ার নেই।’

এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বিদেশ থেকে এনজিও পরিচালনার জন্য টাকা পান বলে দাবি করেন তিনি।

শাজাহান খান বলেন, ‘নায়ক ইলিয়াস কাঞ্চন দাবি করেছেন তার কোনো এনজিও নেই। কিন্তু আমি বলছি সে এনজিও করে। আমাদের কাছে প্রমাণ আছে। তার এনজিওর রেজিস্ট্রেশন নম্বর ১৪৫৯। শুধু তাই নয় আমাদের কাছে রেকর্ড আছে উনি (ইলিয়াস কাঞ্চন) বিদেশে থেকেও টাকা পান।’

সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলা প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আদালত আমাকে ২৩ মার্চের মধ্যে জবাব দিতে বলেছেন। আমি যে কথাগুলো বলেছি, তার সবকথা সত্য নাও হতে পারে। আবার একেবারে মিথ্যাও নয়। তবে এখন সত্য-মিথ্যা যাচাই করবে কোর্ট।