চীনের জন্য প্রধানমন্ত্রীর দেয়া পাঁচ লাখ মাস্ক হস্তান্তর: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৫:০৭ পিএম, ফেব্রুয়ারি ১৮, ২০২০
  • শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত চীনের জন্য দেয়া পাঁচ লাখ মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের কাছে এসব সামগ্রীর কিছু নমুনা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, শুভেচ্ছা স্মারক হিসেবে ১০ লাখ হাত মোজা, ৫ লাখ মাস্ক, দেড় লাখ ক্যাপ, ১ লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার সু কাভার এবং ৮ হাজার গাউন চীনে পাঠানো হচ্ছে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণে প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত রোববার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের হাতে ওই চিঠি ও স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।