একটি পক্ষ রাজনৈতিকভাবে আমাকে হয়রানি করছে: এমপি রতন

প্রকাশিত: ৪:৩০ পিএম, ফেব্রুয়ারি ১৮, ২০২০
  • শেয়ার করুন

সুনামগঞ্জ–১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) মোয়াজ্জেম হোসেন রতন একটি কুচক্রী মহলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, একটি পক্ষ রাজনৈতিকভাবে আমাকে হয়রানি করছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে। অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানায় দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার।

রতন বলেন, ‘একটি পক্ষ রাজনৈতিকভাবে আমাকে হয়রানি করছে। আমি নিজেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের ৩০টি অফিস করে দিয়েছি। আমার কোনো অবৈধ সম্পদ নেই।’

কানাডায় বাড়ি আছে কী-না এমন প্রশ্নে বলেন, ‘আমার কোনো অবৈধ সম্পদ নেই। বিদেশে কোনো বাড়ি নেই।’