আজহারীর পক্ষ নিয়ে সংসদে কথা বললেন বগুড়ার এমপি

প্রকাশিত: ৪:৩৬ পিএম, ফেব্রুয়ারি ১৪, ২০২০
  • শেয়ার করুন

জাতীয় সংসদে মিজানুর রহমান আজহারীকে নিয়ে বগুড়া-৭ আসনের স্বতন্ত্র এমপি রেজাউল করিম বাবলুর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সংসদে বক্তব্য দেন তিনি।

বক্তব্যে এমপি বাবলু বলেন, যারা মিজানুর রহমান আজহারীর সমালোচনা করে, তারাই ফিল্ডে গিয়ে টিনএজ ছেলেমেয়েদের নিয়ে বুকটা ফাইট্টা যায় গান করে তাদের উত্ত্যক্ত করে। তাদের উচ্ছৃঙ্খল করে।

তিনি বলেন, পাঙ্খাওয়ালিরা গিয়ে পাঙ্খার গান গায়। বুক ফাইট্টা যায়- এসব গান গেয়ে যখন যুবসমাজকে ধ্বংস করে, তখন আমরা কিছু বলি না, মাননীয় স্পিকার।

রেজাউল করিম বাবলু বলেন, আমার দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত জাতির মধ্যে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত খুন, ধর্ষণ, রাহাজানি বন্ধ হবে না, কমবে না।

তিনি আরও বলেন, সম্প্রতি কয়েক দিন হলো আমাদের একজন ইসলামী বক্তা আজহারীকে নিয়ে কথা উঠছে। আজহারী কী রাজনীতি জানেন, তার বয়স কত। নট লেস দেন টুয়েন্টি ফাইভ ইয়ারস। সে কী রাজনীতি বোঝে, আজহারী কী রাজনীতি বোঝে যে, তাকে নিয়ে আমরা বড় বড় লোকগুলো টানাটানি করি।