দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অর্জন এটিঃ পাপন

প্রকাশিত: ৭:১৫ পিএম, ফেব্রুয়ারি ১০, ২০২০
  • শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৬-এর সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এই জয় শুধু ক্রিকেট না ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অর্জন।’

যুবাদের এই সাফল্যের পর পাপন আরো জানান, ‘দেখুন এই সাফল্যটা রাতারাতি আসেনি। গত ১৮ মাস থেকে পরিকল্পনা, অনেকগুলো ম্যাচ আয়োজন করার ফল পেয়েছি আমরা। বাংলাদেশের এই দলকে কিন্তু সবাই গোনায় ধরেছে। আমরা সেমি-ফাইনাল খেলবে সবারই ধারণা ছিল। বিদেশের মাঠে আমরা ভাল খেলিনা, ছেলেরা এটাও ভুল প্রমাণ করেছে।’

সোমবার মিরপুরে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী গোলাম মোর্ত্তজা, মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস ও সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

রোববারের ফাইনালে জয়ের পর গোটা বিশ্ব প্রশংসায় মেতেছে আকবর আলিদের। বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন দল দেশে ফিরলে বড় ধরনের সংবর্ধনা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।