মুজিব বর্ষ উপলক্ষে মেয়েকে নিয়ে গান গাইলেন এমপি কেরামত

প্রকাশিত: ৩:৫১ পিএম, ফেব্রুয়ারি ৮, ২০২০
  • শেয়ার করুন

মুজিব বর্ষ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলায় এক অনুষ্ঠানে গান গাইলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও তার মেয়ে কানিজ ফাতেমা চৈতি।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও ৩৫ শিক্ষার্থীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর বই বিতরণ অনুষ্ঠানে তারা এ সঙ্গীত পরিবেশন করেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সকালে “পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না” গানটি গান। গানটি গাইবার পর হলরুমে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা পুলকিত হন।

এছাড়া এমপি কাজী কেরমত বলেন, বর্তমান সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত শিক্ষা দিয়ে যাচ্ছে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে আজকের এই ল্যাপটপ বিতরণ মুজিব বর্ষের প্রতি সম্মান প্রদর্শন করা।

এদিকে মুজিব বর্ষ উপলক্ষে ধারাবাহিকভাবে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ সকল সামগ্রী প্রদান করা হবে বলে কানিজ ফাতেমা চৈতি নিশ্চিত করেন।