প্রথম বারেরমতো গাড়ি চালিয়ে বাড়ি গেলেন এমপি তৌফিক

প্রকাশিত: ১১:০৭ এএম, জানুয়ারী ২৮, ২০২০
  • শেয়ার করুন

প্রথম বারেরমতো কিশোরগঞ্জ থেকে গাড়িতে করে মিঠামইন গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহম্মদ তৌফিক।

এই প্রথম গাড়ি নিয়ে মিঠামইন থানার সামনে নামলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কিশোরগঞ্জের হাওরের তিনটি থানায় দেয়া হয়েছে পুলিশের পিকআপ। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম থানায় তিনটি ডাবল কেবিন পিকআপ দেয়া হয়।

তিনটি থানা পুলিশের ওসিদের হাতে আনুষ্ঠানিকভাবে পিকআপের চাবি তুলে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহম্মদ তৌফিক।

এদিকে মিঠামইন থানা পুলিশকে দেয়া একটি নতুন পিকআপন ভ্যানের চালকের আসনে উঠে বসেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহম্মদ তৌফিক। পাশের সিটে উঠে বসে পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ। এসপিকে সঙ্গে নিয়ে থানার পাশে খালি মাঠে পিকআপ চালান এমপি তৌফিক। এ সময় তিন থানার পুলিশ সদস্যদরা আনন্দ-উল্লাস আর ফুলের পাপড়ি দিয়ে দুই অতিথিকে স্বাগত জানানো হয়।

হাওরের তিন থানায় গাড়ি বিতরণ উপলক্ষে মিঠামইন থানা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এসপি মাশরুকুর রহমান খালেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিজা আক্তার, মিঠামইন থানা পুলিশের ওসি মো. জাকির রাব্বানী, অষ্টগ্রাম থানা পুলিশের ওসি মো. কামরুল হাসান মোল্লা, ইটনা থানা পুলিশের ওসি মুর্শেদ জামান ও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহম্মদ তৌফিক বলেন, কোনোদিন কল্পনাও করতে পারিনি মিঠামইন থানা পুলিশ গাড়ি পাবে। নিজে গাড়ি নিয়ে বাড়ি আসতে পারব। সবই স্বপ্নের মতো লাগছে। হাওরের অসম্ভবকে সম্ভব করে তোলায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।