রাজাকারদের কুকীর্তি পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে: মুক্তিযোদ্ধামন্ত্রী

প্রকাশিত: ১০:৪৯ এএম, জানুয়ারী ২৫, ২০২০
  • শেয়ার করুন

আগামীতে রাজাকারদের কুকীর্তি পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ বিষয়ে তিনি আরো বলেন, আমরা পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা যেমন তুলে ধরতে চাই, তেমনিভাবে রাজাকার, আল বদর, আল শামসদের কুকীর্তির কথাও তুলে ধরতে চাই। যাতে করে শিক্ষার্থীরা কোনটা ভালো, কোনটা খারাপ তা জানতে ও বুঝতে পারে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্মিত ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। যুদ্ধ শেষে আমরা অস্ত্র জমা দিলেও ট্রেনিং, চেতনা জমা দেইনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান খুনিদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করেছিল। যারা পেছনে থেকে বঙ্গবন্ধুকে খু -নের আয়োজন করেছিল তাদের এখন বিচারের সময় এসেছে।