সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: ফখরুল

প্রকাশিত: ৬:২০ পিএম, মে ৫, ২০১৯
  • শেয়ার করুন

নির্বাচনের পর বিএনপির সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিলো। এখন সংসদে যাওয়ার বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্তই সঠিক। এমন মন্তব্য করে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সস্তা শ্লোগান দিয়ে এখন রাজনীতি চলে না। দাবি আদায়ের আওয়াজ তুলতে হবে সংসদের ভেতরে ও বাইরে।

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী ছয় নেতার শপথগ্রহণ নিয়ে শুরু থেকেই মতপার্থক্য ছিলো বিএনপিতে। একপর্যায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই শপথ না নেয়ার কথা জানান নেতারা।

এর সপ্তাহখানেক পরই, শপথগ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মূহুর্তে পাল্টে যায় তারেক রহমানের সিদ্ধান্ত। তার নির্দেশে শপথ নেন দলের ৪ নির্বাচিত নেতা। বিরত থাকেন শুধু মির্জা ফখরুল।

শপথ না নেয়ায় শূন্য হয় মির্জা ফখরুলের সদস্য পদ। কৌশলগত কারণে সংসদে না যাওয়া বিএনপি মহসচিব এবার বললেন, সংসদে না যাওয়ার অবস্থান ভুল ছিলো।

বিএনপি মহাসচিব বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে রাজনীতি না করলে কখনোই পরিবর্তন আনা সম্ভব নয়।

বিএনপি ঐক্যবদ্ধ আছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।