নির্বাচনে জয় পেয়ে কালুরঘাট সেতু নির্মাণের প্রতিশ্রুতি এমপি মোছলেম উদ্দিনের

প্রকাশিত: ১০:৫৯ এএম, জানুয়ারী ১৪, ২০২০
  • শেয়ার করুন

আগামী এক বছরের বোয়ালখালীবাসীর বহুল কাঙ্ক্ষিত কালুরঘাট সেতু নির্মাণের কাজ দৃশ্যমান হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।

মোছলেম উদ্দিন আহমেদ আরো বলেন, বোয়ালখালীবাসী তথা দক্ষিণ চট্টগ্রামবাসী বহুল কাঙ্ক্ষিত বিষয় কালুরঘাট সেতু। কালুরঘাট সেতুর বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক। যোগাযোগ ও সেতু মন্ত্রীও বলেছেন কালুরঘাট সেতুর ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। আমার প্রথম কাজ হবে কালুরঘাট সেতু নির্মাণের কাজ তরান্বিত করা। আগামী এক বছরের মধ্যেই কালুরঘাট সেতু নির্মাণের কাজ দৃশ্যমান হবে।

তিনি বলেন, বোয়ালখালীর যেসব এলাকায় পর্যাপ্ত উন্নয়ন হয়নি সেসব এলাকার উন্নয়নে কাজ করবো। এ আসনে নগরের যেসব ওয়ার্ড পড়েছে সেসব এলাকার সিটি করপোরেশনের সহায়তায় জনগণের মৌলিক সমস্যা সমাধান ও উন্নয়নে কাজ করবো।

মোছলেম উদ্দিন আহমেদ চট্টগ্রাম-৮ আসনের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে সোমবার রাতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে মোছলেম উদ্দিন আহমেদ মোট ভোট পেয়েছেন ৮৭ হাজার ২৪৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আবু সুফিয়ান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৯৩৫টি।

ঘোষিত ফলাফলে মোছলেম উদ্দিন ও আবু সুফিয়ান ছাড়া অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীক নিয়ে ১ হাজার ১৮৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে ৯৯২ ভোট, ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর প্রতীক নিয়ে ৬৫৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক আপেল প্রতীক নিয়ে ৫৬৭ ভোট পেয়েছেন।

এবারের উপ-নির্বাচনে মোট ১৭০টি কেন্দ্রে চার লাখ ৭৪ হাজার ৪৮৫ ভোটার ছিলেন। তবে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ে ভোট প্রদান করেন ১ লাখ ৮ হাজার ৫৮১ ভোটার। যা মোট ভোটের ২২ দশমিক ৯৪ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনে সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।