দ্বীপ হাতিয়ায় এমপির উদ্যোগে ঘূর্নিঝড় ফনী মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ১২:৪২ এএম, মে ৩, ২০১৯
  • শেয়ার করুন

” ফণী “মোকাবেলায় সবাইকে আল্লাহর উপর ভরসা রেখে , হাতিয়া উপজেলা প্রশাসন, ডাক্তার সহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী কে ছুটি বাতিল করে জন সাধারণের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেন হাতিয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা মোহাম্মদ অালী এবং জনাবা আয়েশা ফেরদাউস এমপি। সে সাথে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে মানুষকে আশ্রয় কেন্দ্রে নিতে সহযোগিতা করতে বলেন।

নিন্মেবর্ণিত জিনিসগুলো সচল ও হাতের কাছে রাখার নির্দেশ দিয়েছেন:

১। ব্যাটারী চালিত টর্চ লাইট

২। মোবাইল ফোন ( চার্জ করা)

৩। মোবাইল ব্যালেন্স

৪। খাওয়ার স্যালাইন

৫। শুকনো খাবার ( মুড়ি, চিড়া, গুড় ইত্যাদী)

৬। বিশুদ্ধ পানি

৭। বৃদ্ধদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা

৮। বাচ্চাদের প্রয়োজনীয় ঔষধ

বিঃ দ্রঃ বিপদে কোন অবস্থায় অধৈর্য না হয়ে সকলে নিরাপদে মোকাবেলা করুন এবং পাশের লোককে সহায়তা করুন।

আল্লাহ আমাদের রক্ষা করুন।
আমিন।
মো:সাখাওয়াত হোসেন,এম্বাসেডর, নোয়াখালী -৬