ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে : মোহাম্মদ ফখরুল

প্রকাশিত: ২:৩৯ পিএম, ডিসেম্বর ১৬, ২০১৯
  • শেয়ার করুন

জাতীয় সংসদের কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এমপি রাজী মোহাম্মদ ফখরুল বলেছেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কুমিল্লার দেবিদ্বারে এবিএম গোলাম মোস্তাফা স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ ফখরুল আরো বলেন, ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে দেশ ও গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করে নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও রাকিব হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা প্রমুখ।