আদালতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী

প্রকাশিত: ৫:৩৪ পিএম, ডিসেম্বর ৫, ২০১৯
  • শেয়ার করুন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি বিএনপিপন্থি আইনজীবীদের বিশৃঙ্খলা ও হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয়েছে।

এ নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির কাছে দেশের কোনো প্রতিষ্ঠানই নিরাপদ নয়।

আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উচ্চ আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

এসময় আনিসুল হক বলেন, বিএনপিপন্থি আইনজীবীরা আদালতে বিশৃঙ্খলা করে। যা কোনোমতেই কাম্য নয়। বিএনপির কাছে দেশের কোনো প্রতিষ্ঠানই নিরাপদ নয়। আইনের শাসনের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নেই। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিএনপিপন্থি আইনজীবীদের বিশৃঙ্খলা ও হট্টগোলের বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। আদালতে এ রকম (আদালতে বিশৃঙ্থলা) নজির আর দেখিনি। আমরা কাগজ দেখে বিচার করব। কে কী বলল, তা দেখব না।’