বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ গড়ে তোলা হবে

প্রকাশিত: ৭:৫৭ পিএম, ডিসেম্বর ২, ২০১৯
  • শেয়ার করুন

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপির এক দফা আন্দোলনের হুমকির জবাবে বলেছেন, ‘আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে।’

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের এক দফা আন্দোলনের হুমকির জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘এক দফা আন্দোলনের হুঙ্কার দিয়ে কোন লাভ নেই। আন্দোলনের নামে চক্রান্ত-নৈরাজ্য হলে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে। আওয়ামী লীগের ইতিহাস নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করে জয়ের ইতিহাস, আন্দোলনের ইতিহাস। তাই ঘরে বসে হুঙ্কার ও ফাঁকা আওয়াজ দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না।’

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে এক দফা আন্দোলন করা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টকে যারা হুমকি দেয় তাদের জানিয়ে দিতে চাই, বিএনপি আইন মানে না, আদালত মানে না।’

তিনি আরও বলেন, ‘উচ্চ আদালতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কোন লাভ হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। হুমকি না দিয়ে বড় আইনজীবী নিয়োগ করে আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা করেন।’