পকেট কমিটি দিয়ে দল ভারী করা চলবে না: কাদের

প্রকাশিত: ৬:০৯ পিএম, ডিসেম্বর ২, ২০১৯
  • শেয়ার করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা ঠিক আছে, নেতাদের মধ্যেই সব সমস্যা বলে মনে করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলকে ঢেলে সাজানোর অংশ হিসেবে বিভিন্ন জায়গায় যে কমিটি হচ্ছে সেখানে কোনো ‘পকেট কমিটি’ না করতে দলীয় নেতাদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন ওবায়দুল কাদের।

দলের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক ত্যাগী কমিটিতে জায়গা পায়নি, তাদের জায়গা করে দিতে হবে। ত্যাগী কর্মীদের কোণঠাসা করলে আওয়ামী লীগ বাঁচবে না।’

মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় আনতে হবে। কারণ গত ৪৪ বছরে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সফল প্রশাসকের নাম শেখ হাসিনা।’

দুপুরে শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে বেলুন, শান্তির পায়রা আর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ।