রাজনীতি হবে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য : এমপি নূর মোহাম্মদ

প্রকাশিত: ৭:৩১ পিএম, নভেম্বর ৮, ২০১৯
  • শেয়ার করুন

মোজাম্মেল হক, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী ও বন্ধুপ্রতীম সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

০৮ নভেম্বর শুক্রবার করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশের সাবেক সফল আইজিপি, রাস্ট্রদূত, সচিব ও কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

কর্মী সভায় নূর মোহাম্মদ এমপি বলেন, নতুন কমিটি হলে নতুন নেতৃত্ব তৈরী হবে। নতুন নেতা আসলে দলের নেতা কর্মীদের মাঝে নতুন কিছু করার আগ্রহ জোগাবে। নতুন ও পুরাতনদের সমন্বয়ে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শুদ্ধি অভিযান চলছে। প্রধানমন্ত্রী আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনে শুদ্ধি অভিযানের মাধ্যমে বিতর্কিতদের বাদ দিয়ে কমিটিতে ত্যাগী ও ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য দিচ্ছেন। পরিশেষে একটি কথা বলতে চাই, রাজনীতি হলো মানুষের সাথে চলা, মানুষকে নিয়ে মানুষের মঙ্গল সাধন করা। মানুষের বিপদে আপদেপাশে থাকা। জাতির জনকের দেখানে পথ ধরে আমরা রাজনীতি করি। কাজেই সেরাজনীতি হবে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য।

করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু প্রদোষ চন্দ্র রায়ের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট দিলীপ কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, কটিয়াদী বাজার বণিক সমিতির আহবায়ক গোলাম মোস্তফা, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিলন, করগাঁও ইউনিয়নের বিশিস্ট সমাজসেবক লায়ন হাজী মোঃ সারওয়ার হোসেন, মুমুরদিয়া ইউনিয়নের বিশিস্ট সমাজসেবক কটিয়াদী পৌর মহিলা বিএমকলেজের প্রভাষক তরিকুল ইসলাম টিটো প্রমুখ।