রোহিঙ্গা সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে : বান কি মুন

প্রকাশিত: ১:০৭ পিএম, নভেম্বর ২৩, ২০১৯
  • শেয়ার করুন

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়। এছাড়া রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।

আজ শনিবার (২৩ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বান কি মুন বলেন, ‘আমি মিয়ানমারকে অনুরোধ করবো তারা যেন দ্রুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যায়। মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের বিশ্বাস অর্জন করে নিরাপদে তাদের নিয়ে যাওয়া।’

জাতিসংঘের সাবেক মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। জাতিসংঘের সাবেক মহাসচিব হিসেবে আমি মিয়ানমারকে এ সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের প্রতি ইতিবাচক পরিবেশ সৃষ্টির আহ্বান জানাই। যাতে রোহিঙ্গারা সেখানে ফেরার সাহস পায়।

বান কি মুন বলেন, বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তবে বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়। এছাড়া রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।

বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলা করছে। তবে সম্প্রতি ঝড়, বন্যা মোকাবিলায় বাংলাদেশ দারুণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন জাতিসংঘের সাবেক মহাসচিব।

উল্লেখ্য, শুক্রবার ঢাকায় আসেন (২২ নভেম্বর) জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। শনিবার (২৩ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন তিনি।

এর আগে চলতি বছর ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। এছাড়া ২০১১ সালে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন তিনি।