প্রধানমন্ত্রীর পরামর্শে বিশেষ অধিবেশন স্থগিতের প্রস্তাব সংসদে

প্রকাশিত: ১০:৩৭ এএম, মার্চ ২১, ২০২০
  • শেয়ার করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আহ্বান করা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিতের প্রস্তাব তৈরি করেছে সংসদ সচিবালয়। প্রধানমন্ত্রীর পরামর্শে এটি প্রস্তাব করা হয়েছে বলে সংসদের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এখন রাষ্ট্রপতির আদেশের জন্য অপেক্ষা করা হচ্ছে।

জানা গেছে, আজ শনিবার রাষ্ট্রপতি বিশেষ ও সংসদের সপ্তম অধিবেশন স্থগিতের নির্দেশ দেবেন। আাগামীকাল রোববার সকাল ১১টায় এ অধিবেশন শুরু হওয়ার কথা। ওই দিন সকাল ৯টায় সংসদ ভবন থেকে ধানমন্ডিতে গিয়ে এমপিদের শ্রদ্ধা জানানোরও কর্মসূচি রয়েছে। কিন্তু জনসমাগম এড়াতে এটি স্থগিত করা হয়েছে।

এর আগে ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি এবং ১৮ জুন সংসদে বিশেষ অধিবেশন বসেছিল। যেখানে সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো এবং ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ভাষণ দিয়েছিলেন।

করোনাভাইরাসের প্রভাবে এবার কোনো বিদেশি অতিথি আসবেন না বলে ঘোষণা দিয়েছেন। ২২ ও ২৩ মার্চ এ অধিবেশন চলার কথা ছিল।