নাগরিকত্ব আইনের কোনো প্রয়োজন ছিল না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:১৭ পিএম, জানুয়ারী ১৯, ২০২০
  • শেয়ার করুন

নাগরিকত্ব আইন সংশোধন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও এর কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের সংবাদপত্র গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। ভারতের বিতর্কিত আইনটি নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন এটা করা হল। এর কোনো প্রয়োজন ছিল না।’

বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এটাই বলে আসছে যে নাগরিকত্ব সংশোধন আইন কিংবা নাগরিকপঞ্জি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারত সরকারও বলে আসছে।’

‘গত বছরের অক্টোবরে আমার নয়া দিল্লি সফরের সময়ও নরেন্দ্র মোদী আমাকে আশ্বস্ত করেছেন যে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।’

এছাড়া ভারতের সংশোধনী নাগরিকত্ব আইন নিয়ে নানা টালবাহান করছে মোদি সরকার। এই আইনের বিরোধীতা করে মন্তব্য করেছে অনেক ভারতীয় মহল। কংগ্রেস নেত্রী থেকে শুরু করে, অভিনেতা-অভিনেত্রীরাও এই নিয়ে প্রতিবাদ করেছেন।