তাজউদ্দিন আহমদের বোনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ১১:৩৩ এএম, সেপ্টেম্বর ২৯, ২০২০
  • শেয়ার করুন

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বোন ও মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম আহমেদের মা মরিয়ম হেলাল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান মরিয়ম হেলাল। তার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তিনি ভুগছিলেন।

মরিয়ম হেলাল মেয়ে মিসেস হোসনে আরা চৌধুরী (বিনু) ও চার ছেলে ড. আব্দুল কাদের (হিরণ), এম. এম. করিম আহমেদ, আলম আহমেদ ও এম. এম. ইকবাল আহমেদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার বিকেলে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও মরিয়ম ভিলেজ মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার স্বামী হেলাল উদ্দীনের কবরের পাশে তাকে কবরস্থ করা হয়।