এবার জাতীয় পার্টি থেকে জিয়াউল হক মৃধাকে অব্যাহতি

প্রকাশিত: ৮:১৮ পিএম, সেপ্টেম্বর ১৭, ২০২২
  • শেয়ার করুন

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা, দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি শনিবার দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে তাকে অব্যাহতি দেন। জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির (জাপা) সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়। সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য রাঙ্গাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে পরের দিন (বৃহস্পতিবার) সাংবাদিকদের জানান জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

তিনি বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক বছর ধরেই তিনি পার্লামেন্টারি পার্টির মিটিংসহ বিভিন্ন জায়গায় সংগঠনের বিরুদ্ধে কথা বলছেন। রাঙ্গার কার্যকলাপ দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে।