এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ সাভার স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ ৯ আগস্ট শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে সাভার স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমে স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে অন্য উপদেষ্টাগণের সাথে তিনি আবারও শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে রাষ্ট্র পরিচালনায় বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন।