স্বতন্ত্রের চাপে থাকতে পারবেন কিনা দেখেন: শপথ নিয়ে ব্যারিস্টার সুমন

প্রকাশিত: ১২:৫৪ পিএম, জানুয়ারী ১০, ২০২৪
  • শেয়ার করুন

এবার সংসদে বিরোধী দল নেই, আপনাদের (স্বতন্ত্র) ভূমিকা কি হবে? এমন প্রশ্নের উত্তরে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘বিরোধী দল নেই, আপনি স্বতন্ত্রের ‘প্রেসারে’ই থাকতে পারবেন কিনা দেখেন।’

আজ বুধবার ১০ জানুয়ারি জাতীয় সংসদ ভবনে শপথ-গ্রহণের পরে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমার ভূমিকা আগের মতই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়া।
 
এসব কাজে কি চ্যালেঞ্জ থাকবে জানতে চাইলে তিনি বলেন, এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা দুইটা না। বাংলাদেশে কাজ তো কেউই করতে চায় না। তারপরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর থাকে তাহলে আমি অনেকটুকু পাড়ি দিতে পারবো।
 
আপনার নামের সঙ্গে সংসদ সদস্য যুক্ত হওয়ায় কেমন মনে হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এটা একদমই যায় না। এটা পাঁচ বছরের জন্য। আমি খারাপ করলে লোকজন আমাকে আবার বিদায় করে দেবে। কিন্তু আমার সঙ্গে ব্যারিস্টার শব্দটা কিন্তু যাবে না, এটা মরার আগ পর্যন্ত থাকবে। আমি এটাকে (সংসদ সদস্য) আলাদাভাবে নিচ্ছি না। আমি মনে করছি আমাকে পাঁচ বছরের জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে।