
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো কম্প্রোমাইজ করব না। প্রয়োজনে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে আমরা সরে যাব। বৃহস্পতিবার (১৬ মার্চ) আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, আমরা গ্যারান্টি দিচ্ছি। আমরা যতক্ষণ আছি, এই চেয়ারে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাব।’
যদি সুষ্ঠু নির্বাচন না হয়, কম্প্রোমাইজ করতে হয়; তখন কী করবেন? এমন প্রশ্নের উত্তরে সাবেক এই নির্বাচন কমিশন সচিব বলেন, ‘তখন আমাদের এই চেয়ারে দেখবেন না। আমরা যে কাজের জন্য শপথ করেছি, সেটা যদি নাই করতে পারি তাহলে এই চেয়ারে থাকব কেন?’
গত বছরের ফ্রেব্রুয়ারিতে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। চলতি বছরের ডিসেম্বরের শেষ অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে বর্তমান নির্বাচন কমিশন। এরইমধ্যে নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতিও নিতে শুরু করেছে কমিশন।