সম্পর্ক ঘনিষ্ঠ করতেই বাংলাদেশে এসেছেন ডোনাল্ড লু: নানক

প্রকাশিত: ৫:৫৪ পিএম, মে ১৪, ২০২৪
  • শেয়ার করুন

এবার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতেই সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এমন তথ্য জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‌‘ভৌগোলিকভাবে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ। যে কারণে বাংলাদেশ সরকারের সঙ্গে সার্বিকভাবে সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং দৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র।’

আজ মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকশিনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এদিকে ডোনাল্ড লু দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। রাজনৈতিকভাবে বিষয়টি কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নির্বাচনের আগে ডোনাল্ড লুর সফর নিয়ে অনেকেই আনন্দে আটখানা হয়েছেন। তিনি এসেছিলেন, যেন তাদের ক্ষমতায় বসিয়ে দেয়ার জন্য।’

কিন্তু নির্বাচন পরবর্তী তার এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও নিবিড় ও ঘনিষ্ঠ করতেই বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

এ সময়ে সিল্ক উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ জন্যই দেশে মানসম্মত সিল্ক উৎপাদনে আমাদের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছি ভারতীয় হাইকমিশনারকে। বস্ত্র খাতে দুই দেশ একসঙ্গে কাজ করছি, এটিকে আরও জোরদার করতে একমত হয়েছেন তিনি।’

তিনি বলেন, ‘আমাদের মাঝারি ও ক্ষুদ্র শিল্পে আরও বেশি বিনিয়োগ করার জন্য অনুরোধ করেছি ভারতকে। কারণ আমাদের অনেকগুলো জুটমিল বন্ধ হয়ে আছে। সেগুলোকে আবার কর্মযজ্ঞে ফিরিয়ে আনতে চাই। এ বিষয়ে সোহার্দ্যপূর্ণ আলোচনা করেছি,’

পাটের বীজ উৎপাদন বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে নানক বলেন, ‘পাট অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে একটি প্রজেক্ট চালু রয়েছে পাটবীজ উৎপাদনে কৃষকদের আর্থিক সহায়তা দেয়ার জন্য, যাতে কৃষক পাটবীজ আরও বেশি করে উৎপাদন করে। এর মাধ্যমে আমরা পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে পারবো।’

এরপর রাজনৈতিক বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে নানক বলেন, ‘ভারতে নির্বাচন চলছে, আমরাও নির্বাচন করেছি। এই মুহূর্তে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।’