সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
  • শেয়ার করুন

এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁয়ে নিজ কার্যালয়ে আয়োজিত তিনদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এদিকে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার তাদের প্রথম অধ্যায় শেষ করেছে। এ সময় জেলা প্রশাসকদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

ড. ইউনূস বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন আরেকজনের ওপর দায় চাপালে হবে না। চেইন অব কমান্ড মেনে চলার ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় ২৪ এর গণঅভ্যুত্থান ধারণ করে জনপ্রশাসন পরিচালনার বিষয়টি এবার গুরত্ব পাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।