শেষ হলো একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন

প্রকাশিত: ১০:৫৮ এএম, নভেম্বর ৭, ২০২২
  • শেয়ার করুন

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়েছে। রোববার (৬ নভেম্বর) অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণা পাঠ করার মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এ ছাড়া বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সমাপনী দিনে বক্তৃতা করেন।

অধিবেশন সমাপ্তির ঘোষণা দেওয়ার আগে ১৯৭২ সালের ৭ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণের অডিও সংসদে শোনানো হয়।

গত ৩০ অক্টোবর শুরু হয়ে ৬ অক্টোবর শেষ দিন পর্যন্ত এ অধিবেশনে মোট কার্যদিবস ছিল ছয়টি। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৯১টি নোটিশ পাওয়া গেছে। ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৩০টি।

প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য সর্বমোট ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে তিনি ১৪টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য পাওয়া মোট ১ হাজার ১৩টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ৪৩৯টি প্রশ্নের জবাব দেন। এ অধিবেশনে চারটি বিল পাস হয়। এ অধিবেশনে দুটি স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়। এ ছাড়া, ৩ নভেম্বর ২০২২ ‘জেলহত্যা দিবস’-উপলক্ষে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্যরা আলোচনা করেন।



সর্বশেষ খবর