শুধু স্বপ্ন দেখলেই হবে না, তার সঙ্গে দৃঢ়ভাবে চেষ্টাও করতে হবে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২:৪০ পিএম, মে ২০, ২০২৩
  • শেয়ার করুন

ড. হাছান মাহমুদ বলেন, বহুমাত্রিক মেধার বিকাশ ঘটাতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, তার সঙ্গে দৃঢ়ভাবে চেষ্টাও করতে হবে। তবেই স্বপ্ন বাস্তবায়িত হবে। শনিবার (২০ মে) সকালে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির হল রুমে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের জন্য নয়। জীবনের এই অতি তাৎপর্যময় সময়ে নিজেকে তৈরি করতে হবে। শিখতে হবে কীভাবে প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে এবং ফ্যাকাল্টি মেম্বার তাবাসসুম চৌধুরীর সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিউর ট্রেজারার প্রফেসর সামস-উদ দোহা, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, প্রক্টর, মানবসম্পদ বিভাগের পরিচালক, শিক্ষকবৃন্দ, নতুন ছাত্র-ছাত্রী ও তাদের পিতামাতা, চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং ইডিউর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।