এবার অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে একতাবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা। গতকাল শনিবার (৩ আগস্ট) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং ২৩টি কলেজের অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তারা।
এর আগে সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে তার সঙ্গে বসার আহ্বান জানান।
তিনি বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।
এদিকে সরকার প্রধান আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।