‘র’-এর নতুন প্রধান রবি সিনহা

প্রকাশিত: ৩:০২ পিএম, জুন ২০, ২০২৩
  • শেয়ার করুন

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানাইলাইসিস উইং (র)-এর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সিনিয়র আইপিএস কর্মকর্তা রবি সিনহা। বর্তমান ‘র’ প্রধান সামন্ত গোয়েলের স্থলাভিষিক্ত হবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস কর্মকর্তা রবি সিনহা। তিনি বর্তমানে মন্ত্রিসভা সচিবালয়ের বিশেষ সচিবের দায়িত্বে রয়েছেন। ৩০ জুন গোয়েলের দায়িত্ব শেষ হলে তিনি ‘র’ প্রধান হবেন।

নয়াদিল্লিতে রবি সিনহা ভারতের প্রতিবেশী দেশগুলো সম্পর্কে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। ইতোমধ্যে তিনি গোয়েন্দা সংস্থাটির দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসেবে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন। র-কে আধুনিক করে তুলতে তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে।

৫৯ বছর বয়সী সিনহা র-এর অপারেশন শাখার প্রধান। এর আগে তিনি জম্মু ও কাশ্মির, উত্তর-পূর্ব ও বামপন্থি চরমপন্থা প্রভাবিত এলাকাগুলোতে কাজ করেছেন। এ ছাড়া ভারতের প্রতিবেশী অঞ্চলে বিভিন্ন দায়িত্বে উল্লেখযোগ্য অবদান রয়েছে সিনহার।

২০১৯ সালের জুন মাসে দুই বছরের জন্য র-এর প্রধান পদে নিযুক্ত হয়েছিলেন সামন্ত গোয়েল। পরে ২০২১ সালের জুন ও ২০২২ সালে দুবার তার দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়।