বিকেলে বসছে সংসদের শেষ অধিবেশন

প্রকাশিত: ১১:৩৫ এএম, অক্টোবর ২২, ২০২৩
  • শেয়ার করুন

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আজ থেকে শুরু হতে যাচ্ছে।এটি ১১তম সংসদের ২৫তম অধিবেশন এবং ২০২৩ সালের নির্বাচনের ৫তম অধিবেশন। এছাড়াও এই অধিবেশনই হবে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। রোববার (২২ অক্টোবর) বিকাল ৪টায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। রোববার বিকেল ৪টায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।

সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে অনুযায়ী বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিন শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। অর্থাৎ ১ নভেম্বর থেকে নির্বাচনের সময় গণনা ও নির্বাচনী কার্যক্রম শুরু হবে। নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর সাধারণত সংসদের কোনো অধিবেশন আহ্বান করা হয় না।

এদিকে নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। তবে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হবে বলে জানা গেছে। সেই অনুযায়ী এ অধিবেশনই হবে একাদশ সংসদের শেষ অধিবেশন। তবে সংবিধান অনুযায়ী জরুরি প্রয়োজনে যে কোনো সময় সংসদে অধিবেশন আহ্বান করা যেতে পারে। নতুন সংসদ নির্বাচনের মধ্যে নব নির্বাচিত সদস্যদের শপথ নেওয়া পর আগের সংসদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের শেষে কিংবা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে। ২০২৪ সালের ২৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন বসেছিল।

এদিকে সংসদের এ ২৫তম অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। অধিবেশন শুরুর আগে রোববার সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সভায় আলোচনার মাধ্যমে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। গত অধিবেশনের পর এই সংসদের তিন জন মারা গেছেন। নিয়ম অনুযায়ী বিগত অধিবেশন শেষ হওয়ার পর কোনো সদস্য মারা গেলে প্রয়াত নতুন অধিবেশন শুরুর দিন সদস্য বা সদস্যদের স্মরণে শোক প্রস্তাব নেওয়া হয়। এরপর সাধারণত ওই দিন অধিবেশন মুলতবি করা হয়। রোববারও শোক প্রস্তাবের পর অধিবেশন মুলতবি করা হবে বলে জানা গেছে।