নির্বাচনে যারাই প্রার্থী হোক, প্রক্রিয়া মেনে বাছাই করব: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৭ এএম, নভেম্বর ১৮, ২০২৩
  • শেয়ার করুন

আজ সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে যারাই প্রার্থী হোক, সবাই যোগ্য এবং আমাদের প্রক্রিয়া মেনে প্রার্থী বাছাই করব।

আজ শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম দেখতে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
 
এ সময় তিনি বলেন, যারা নির্বাচনে আসবেন তাদের ধন্যবাদ। তবে যারা অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে প্রতিহত করতে দেশবাসীর এগিয়ে আসতে হবে।

এদিকে সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি। মানুষকে অত্যাচার করে বিএনপি-জামায়াত আনন্দ পায় উল্লেখ করে সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইলে এর পরিণতি ভাল হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।