ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি: ইসি সানাউল্লাহ

প্রকাশিত: ৩:২৪ পিএম, জানুয়ারী ২৮, ২০২৫
  • শেয়ার করুন

এবার নির্বাচনের সময়ের ব্যাপার কমিশনের হাতে নয়, সরকারের হাতে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমনপুর রোড ডিগ্রি কলেজে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, সংস্কার কমিশন তাদের সুপারিশ পেশ করেছেন। তবে আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে একটা ধারণা পেয়েছি।

যদি রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কারের মাধ্যমে নির্বাচন চান তাহলে ২০২৫ সালের শেষ নাগাদ, আর যদি সংস্কারের সুযোগ দেওয়া হয় তাহলে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।

তিনি আরো বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। নির্বাচন কবে হবে এটা ঐক্যমতের বিষয়। প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক আমরা ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি।

সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময় যারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন, তারা যেন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করা হচ্ছে। অতীতের ঘটনায় এ বিষয়ে কমিশন সতর্ক রয়েছে।