একটু অসুখেই বিদেশগামীরা দেশের চিকিৎসায় চমকে গেছেন: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:৩৩ পিএম, জুন ৫, ২০২৪
  • শেয়ার করুন

এবার দেশেই বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৫ জুন) দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য আক্তারুজ্জামানের প্রশ্নের জবাবে সংসদ নেতা এমন তথ্য জানান।

এ সময় শেখ হাসিনা বলেন, ‘একটু অসুখ হলেই যারা বিদেশ যান, তারা করোনার সময় কোথাও যেতে পারেননি। দেশে চিকিৎসা নিতে গিয়ে, তাদের অনেকেই রীতিমতো চমকে গেছেন। তারা দেখেছেন, এখানেও বিশ্বমানের হাসপাতাল আছে।’

এদিকে কমিউনিটি ক্লিনিককে হাসপাতাল করার কোনো পরিকল্পনা নেই জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, কমিউনিটি ক্লিনিক হলো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। সেখান থেকে ৩০ প্রকারের ওষুধ ফ্রি-তে দেয়া হয়। এগুলো হাসপাতাল হবে না।

নৌকায় ভোট দেবে বলে, বেগম খালেদা জিয়া কমিউনিটি ক্লিনিকই বন্ধ করে দিয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, ‘গণতন্ত্রে ভোট দেয়ার স্বাধীনতা আছে। আমাকে কে ভোট দিলো, নাকি দিলো না- তা দেখে উন্নয়ন করি না। আমাদের সরকারের লক্ষ্য সুষম উন্নয়ন দেশের সব মানুষের জন্য নিশ্চিত করা।’ সব বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়া হবে বলে জানান তিনি।