আ.লীগের দয়ায় নয়, সংগ্রাম করে সংসদে গিয়েছে: জিএম কাদের

প্রকাশিত: ৩:৩৪ পিএম, ফেব্রুয়ারি ৩, ২০২৪
  • শেয়ার করুন

জাতীয় পার্টি সংগ্রাম করে জাতীয় সংসদে গিয়েছে, আওয়ামী লীগের দয়ায় না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। কাদের বলেন, জাতীয় পার্টির ভাগ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বনানী কার্যালয়ে আজ শনিবার সকালে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সংগ্রাম করে সংসদে গিয়েছে, আওয়ামী লীগের দয়ায় নয়। দলীয় কাঠামো থেকে বের হয়ে নতুন করে দল গঠন করার সুযোগ নেই।

জনগণের কাছে জাপা এখন আস্থার জায়গাতে নেই, আস্থা ফিরিয়ে আনার কথা বলেন জিএম কাদের।

জিএম কাদের বলেন, ‘বাথরুম ব্যবহারের কথা বলে কার্যালয় দখলের নাটক করেছে রওশনপন্থিরা। জাতীয় পার্টি ভাগ হওয়ার কোনো সম্ভবনা নেই।’

এসময় সাগর-রুনির বিচার নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের কড়া সসমালোচনা করেন জিএম কাদের। বলেন, ‘দেশের অবস্থা দেখে মনে হয় মধ্যযুগে চলে এসেছি। সরকার মধ্যযুগের মত পেশি শক্তির ব্যবহার করছে। দেশ বিচারহীনতার দিকে এগিয়ে যাচ্ছে।’