এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে ঘটা প্রাণহানি, ধ্বংসযজ্ঞের প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। এজন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান তিনি। বলেন যেই জড়িত থাকুক খুজে বের করা হবে। কোটা আন্দোলনকে ব্যবহার করে হত্যা আর ধ্বংসযজ্ঞ চালানো শক্তি এখনো অপপ্রচার চালিয়ে দেশের মান সম্মান নষ্ট করে দিচ্ছে।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) কৃষিবিদ ইন্সটিটিউটে শোকের মাস আগস্টের প্রথম দিনে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী আয়োজন করে কৃষকলীগ। অনুষ্ঠানে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কোটা আন্দোলনকে ঘিরে প্রাণহানি ও ধংসযজ্ঞের প্রসঙ্গ উঠে আসে।
এখনো আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে কেন? -সে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন দেশের সম্মান নষ্ট করতে মিথ্যাচার চালানো হচ্ছে। আন্দোলনে প্রতিটি প্রাণহানি ও ধ্বংসাত্মক কাজের নিরপেক্ষ তদন্তের জন্য আন্তজার্তিক সহায়তার আহবানও করেন সরকার প্রধান, বলেন প্রতিটি ঘটনার বিচার হবে।
প্রাণহানি সহিংসতার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে শেখ হাসিনা বলেন বাংলার মাটিতে এদের স্থান হবে না।