আজ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

প্রকাশিত: ৯:৩৫ এএম, নভেম্বর ১৮, ২০২৩
  • শেয়ার করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। আজ ১৮ নভেম্বর শনিবার থেকে ২১ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আজ দলীয় মনোনয়ন ফরম কিনবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এবার অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।