শুরু হয়েছে জাতীয় সংসদের ৭ম অধিবেশন

প্রকাশিত: ৫:২৩ পিএম, এপ্রিল ১৮, ২০২০
  • শেয়ার করুন

শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন আহ্বান করা হয়েছে।

সংবিধান সমুন্নত রাখার লক্ষ্যে সংবিধানের ৭২ অনুচ্ছেদের আলোকে এই অধিবেশন আহ্বান করা হয়েছে। অধিবেশনটি হবে সংক্ষিপ্ত। স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই অধিবেশন পরিচালিত হবে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। শুরুতেই স্পিকার করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি ব্যাখা করেন।