লন্ডন ব্রিজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:৫৯ পিএম, ডিসেম্বর ১, ২০১৯
  • শেয়ার করুন

লন্ডন ব্রিজে সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে এক লিখিত বার্তায় এ ঘটনার নিন্দা জানান।

ওই বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ও দ্রুত আরোগ্য লাভের আশা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন: বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো ধর্ম-বর্ণ নেই। জঙ্গি-সন্ত্রাসীদের রুখতে ব্রিটিশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বাংলাদেশ সরকার অঙ্গীকারাবদ্ধ।

প্রসঙ্গত, লন্ডন ব্রিজে স্থানীয় সময় শুক্রবার বেলা ২টার দিকে হওয়া ছুরি নিয়ে হামলার এই ঘটনায় ২ জন নিহত হয়। আহত হয় আরও ৩ জন। পরে পুলিশের গুলিতে হামলাকারী ২৮ বছর বয়সী উসমান খান মারা যায়। এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।