যুবলীগের নামে চাঁদাবাজি, ক্যাসিনো চলবে নাঃ শেখ পরশ

প্রকাশিত: ১০:৩৫ পিএম, অক্টোবর ৪, ২০২০
  • শেয়ার করুন

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর বিজয় নিশ্চিত করতে দলটির সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নেত্রী যাকে নৌকার প্রার্থী করেছেন, তাকে বিজয়ী করতে যুবলীগকে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকতে হবে।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী নূর কমিটিউনিটি সেন্টারে যুবলীগ আয়োজিত জরুরি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সভায় তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হন।

শেখ ফজলে শামস পরশ বলেন, ঢাকা-৫ উপনির্বাচন ঘিরে আপনাদের জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। প্রতিটি মানুষের কাছে যাবেন, ভোট চাইবেন। অবশ্যই সামাজিক সুরক্ষা নিশ্চিত করবেন। একইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরবেন।

এসময় তিনি বলেন, যুবলীগের নামে চাঁদাবাজি, ক্যাসিনো চলবে না। মানুষকে নিপীড়ন চলবে না। বরং কোথায় অত্যচার-নিপীড়ন হচ্ছে সেদিকে যুবলীগকে নজর রাখতে হবে। এটাই হবে এখন যুবলীগের মূল চরিত্র।