ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়াই আওয়ামী লীগের লক্ষ্যঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:১৭ পিএম, সেপ্টেম্বর ১৬, ২০২০
  • শেয়ার করুন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়াই আওয়ামী লীগের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এমন মন্তব্য করেন তিনি। প্রায় আট মাস পর দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম আজ বৈঠকে বসেছে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়াই আ.লীগের লক্ষ্য। এজন্য এখন থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, করোনার পরেও সরকারের পদক্ষেপে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। এই সময়েও দেশেও রেমিট্যান্স ও রিজার্ভ বেড়েছে।

সভায় করোনা সংকটকালে একমাত্র আওয়ামী লীগকে জনগণ তাদের পাশে পেয়েছে বলে সভায় মন্তব্য করেন সরকারপ্রধান। বলেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে আওয়ামী লীগ। অন্য দলগুলো জনগণের পাশে না দাঁড়িয়ে শুধু লিপ সার্ভিস দিয়েছে।

এর আগে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল।