বাংলাদেশ সরকার চাইলে নির্বাচনে সহযোগিতা দেবে জাতিসংঘ

প্রকাশিত: ২:১৬ পিএম, নভেম্বর ৮, ২০২২
  • শেয়ার করুন

ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছেন, সরকার বা নিরাপত্তা পরিষদ চাইলে বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘ সহযোগিতা দেবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে জাতিসংঘের ম্যান্ডেট নেই। তবে বাংলাদেশ সরকার বা নিরাপত্তা পরিষদ চাইলে নির্বাচনে সহযোগিতা দেবে জাতিসংঘ।

গোয়েন লুইস বলেন, এটা (নির্বাচন) নিয়ে আমি কথা বলতে পারি না। কারণ এ বিষয়ে জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই। এটি সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয়। বাংলাদেশ সরকারের বিষয়। সিকিউরিটি কাউন্সিলের কাছ থেকে আদেশ না পাওয়া অবধি এই বিষয়ে কোনো কথা বলার এখতিয়ার নেই।

এসময় বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাও জানান তিনি। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।