বাংলাদেশকে ভেন্টিলেটর ও পিপিই দিল সুইডিশ কোম্পানি

প্রকাশিত: ৩:১৫ পিএম, মে ১৪, ২০২০
  • শেয়ার করুন

বাংলাদেশকে ৮টি ভেন্টিলেটর ও ১৫০০ পিপিই দিয়েছে সুইডেনের কোম্পানি এইচএন্ডএম।

বৃহস্পতিবার (১৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের উপস্থিতিতে এসব চিকিৎসা সামগ্রী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো.আসাদুল ইসলামের কাছে হস্তান্তর করেন এইচএন্ডএম কোম্পানির প্রতিনিধি বশিরুন নবী খান।

এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও সুইডেনের রাষ্ট্রদূত সার্লোট্টা স্লাইটার উপস্থিত ছিলেন। চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী করোনার কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ক্রয়াদেশ বাতিল না করায় এইচএন্ডএম কোম্পানিকে ধন্যবাদ জানান।

ড. মোমেন বলেন, এ ক্ষেত্রে সুইডেনের এ কোম্পানি আদর্শ স্থাপন করেছে এবং অন্যান্য কোম্পনিরও উচিত তাদের মডেল অনুসরণ করা।

গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডেনের প্রধানমন্ত্রীর ফোনালাপের প্রসঙ্গ উল্লেখ করে ড. মোমেন বলেন, উভয় দেশ করোনার প্রভাব মোকাবিলায় একসাথে কাজ করে যেতে চায়।

সুইডেনের রাষ্ট্রদূত বলেন, সুইডেন সবসময় বাংলাদেশের পাশে আছে এবং এখন সুইডেনের কোম্পানিও একই পথ অনুসরণ করছে। করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সাথে কাজ করার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন তিনি।