দুর্নীতিবাজ লোকদের দায়িত্ব আমি কেন নেব: ওবায়দুল কাদের

প্রকাশিত: ২:১৬ পিএম, নভেম্বর ৭, ২০১৯
  • শেয়ার করুন

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) দুর্নাম থেকে বেরিয়ে আসতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজ লোকদের দায়িত্ব আমি কেন নেব? বিআরটিএকে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে।’

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বনানীতে বিআরটিএ ভবনে সড়ক পরিবহন আইন ও জনসচেতনতা তৈরিতে এক মতবিনিময় সভায় সড়ক পরিবহন মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নাম আর বিআরটিএ দুটি শব্দ যেভাবে যুক্ত সেই আবর্ত থেকে বেরিয়ে আসা জরুরি হয়ে পড়েছে, বিআরটিসিতেও আমি একই কথা বলেছি। সমস্যা হলে আমি আছি, সচিব আছে,যেকোনো উপায়েই এখানে খারাপ কাজ পরিহার করতে হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতিবাজ লোকদের দায়িত্ব আমি কেন নেব? আমার একটাই কথা সুনামের ধারা বিআরটিএকে ফিরিয়ে আনতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘সামনে আমার পার্টি এবং সহযোগী সংগঠনের সমাবেশ। কিন্তু যত ব্যস্ততাই থাকুক আমি অফিসে আসব। অফিসের কাজে আমি অবহেলা করব না।’