সর্বশেষ সংবাদ
মাননীয় এমপি মো. সেলিম 'র বিস্তারিত খবরাখবর

নির্বাচনী এলাকা :ঢাকা-৭
জন্ম সাল: ৫ অক্টোবর ১৯৫৮
শিক্ষাগত যোগ্যতা:
লিঙ্গ : পুরুষ
পেশা: রাজনীতিবিদ ও ব্যবসায়ী
জীবন বৃত্তান্ত
মোহাম্মদ সেলিম একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সংসদ সদস্য, যিনি হাজী সেলিম বা হাজী মোঃ সেলিম নামে পরিচিত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং জাতীয় সংসদের তিন মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য। হাজী মোহা্ম্মদ সেলিম ১৯৫৮ সালের ৫ অক্টোবর ঢাকায় জন্মগ্রহন করেন। তার পিতা চাঁন মিয়া সরদার ও মাতা সালেহা বেগম। ১৯৯৬ সালে হাজী সেলিম ঢাকা-৮ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সাধারণ নির্বাচনে তিনি আওয়ামীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নিকট পরাজিত হন। ২০১৪ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয় না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নিজ দলীয় প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।